সোমবার ২১ জুলাই ২০২৫ - ১২:৩৭
আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি মানে বিশ্ব মানবতাকে হুমকি 

এই সাক্ষাৎকার কেবল একটি মতামত নয়, বরং একটি সময়োপযোগী আহ্বান—সচেতনতা, ঐক্য এবং সত্যনিষ্ঠ নেতৃত্বের প্রতি আস্থা রাখার জন্য।

বিশেষ সাক্ষাতকার 

হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলি গাজী নাজাফি একজন বিশিষ্ট মুবাল্লিগ, লেখক ও অনুবাদক, গবেষক, এবং আয়াতুল্লাহ ইয়াকুবির প্রতিনিধি।

আসসালামু আলাইকুম, মাওলানা সাহেব।

সম্প্রতি আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকির খবর ঘুরে বেড়াচ্ছে। আপনি বিষয়টিকে কীভাবে দেখছেন?

ওয়া আলাইকুম আসসালাম।

এই ধরনের হুমকি শুধু একজন ব্যক্তি বা এক দেশের বিরুদ্ধে নয়—এটা গোটা বিশ্ব মানবতার বিরুদ্ধে এক স্পষ্ট আক্রমণ। আয়াতুল্লাহ খামেনি শুধু ইরানের নেতা নন, তিনি বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর, ন্যায়ের এক বলিষ্ঠ প্রতীক। তাঁকে টার্গেট করা মানে হলো মুক্তচিন্তা, নৈতিকতা ও মানবিক আদর্শকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা।

আপনি বলছেন, এটি "বিশ্ব মানবতার বিরুদ্ধে হুমকি"—একটু ব্যাখ্যা করবেন?

নিশ্চয়ই। আয়াতুল্লাহ খামেনি বিশ্ববাসীকে সাম্রাজ্যবাদ, দখলদারিত্ব ও অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে উদ্বুদ্ধ করেন। তিনি যে দৃষ্টিভঙ্গি দেন, তা শান্তি, ইনসাফ, এবং মর্যাদার ভিত্তিতে একটি মানবিক সমাজ গঠনের দিকে আহ্বান করে। শত্রুরা জানে, যতক্ষণ এই আওয়াজ বেঁচে আছে, তাদের অন্যায় কার্যক্রমের মুখোশ খুলে যাবে। তাই তাঁকে সরিয়ে দিতে তারা হুমকি দিচ্ছে। এটা আসলে সত্য, ন্যায় এবং মানবতার বিরুদ্ধে যুদ্ধ।

এই হুমকির পেছনে আপনি কোন শক্তিকে দায়ী মনে করেন?

এটা গোপন কিছু নয়। আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ, বিশেষ করে আমেরিকা, ইসরায়েল এবং তাদের গোয়েন্দা ও মিডিয়া চক্র বহুদিন ধরে চেষ্টা করছে ইসলামি প্রতিরোধের নেতৃত্বকে ধ্বংস করতে। খামেনি হলেন সেই নেতৃত্বের কেন্দ্রে থাকা ব্যক্তিত্ব। তাঁদের ভয় হলো, তাঁর প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে মুসলিম বিশ্ব জেগে উঠবে, দাসত্বের শৃঙ্খল ছিঁড়ে ফেলবে।

সাধারণ মানুষ কীভাবে এই হুমকির বিরুদ্ধে অবস্থান নিতে পারে?

সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা ও ঐক্য। আজকে মুসলিম উম্মাহকে রাজনৈতিকভাবে জাগ্রত হতে হবে, মিডিয়া ও সামাজিক প্ল্যাটফর্মে সত্যের বার্তা ছড়াতে হবে। আমাদের উচিত এমন নেতৃত্বের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো যারা সত্যের প্রতিনিধিত্ব করছে। আজ খামেনির ওপর হুমকি, কাল সেটা হতে পারে অন্য কোনো ন্যায়নিষ্ঠ নেতৃত্বের ওপর। তাই এই হুমকিকে আমরা কোনো একক জাতির সমস্যা হিসেবে দেখলে চলবে না।

আপনার মূল্যবান সময় এবং বিশ্লেষণের জন্য ধন্যবাদ, মাওলানা সাহেব।

আলহামদুলিল্লাহ। সত্যের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আল্লাহ যেন আমাদের সবাইকে জুলুম ও ফিতনার বিরুদ্ধে অটল রাখেন।

সাক্ষাৎকার গ্রহণ: মজিদুল ইসলাম শাহ

আপনার কমেন্ট

You are replying to: .
captcha